গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন

পৌরসভার কার্যক্রম এবং সেবাসমূহ:

-জনস্বাস্থ্য

-আবর্জনা অপসারণ, সংগ্রহ ও ব্যবস্থাপনা করা হয়।

-পাবলিক টয়লেট

-জন্ম মৃত্যু এবং বিবাহ নিবন্ধন

-সংক্রামক ব্যাধির প্রতিরোধমূলক ব্যবস্থা

-প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা

-পানি সরবরাহ

-পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণ

-স্নান ও ধৌত করার স্থানের ব্যবস্থাকরণ

-খাদ্য ও পানীয় দ্রব্যাদি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরীক্ষা করণ

-দুধ সরবরাহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরীক্ষা করণ

-সাধারণের বাজার

-বেসরকারি বাজার

-কসাইখানায় যথাযথ পরীক্ষার মাধ্যমে হালাল পশু যবেহ নিশ্চিতকরণ

-বেওয়ারিশ পশু নিধন

-পশুর মৃতদেহ অপসারণ

-ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণ

-সাধারণের ব্যবহারের জন্য রাস্তা-ঘাটের উন্নয়ন

-সড়ক বাতির ব্যবস্থাকরণ

-সড়ক পরিচ্ছন্ন করণ

-গোরস্থান ও শ্মশান পৌরসভা মৃত ব্যক্তির দাফন বা দাহের জন্য গোরস্থান ও শ্মশানের ব্যবস্থা করণ

-বৃক্ষ রোপন

-সমাজকল্যাণ, পৌরসভা নিজ খরচে পৌর এলাকায় মৃত নিঃস্ব ব্যক্তিদের মৃতদেহ দাফন বা দাহের ব্যবস্থা করণএবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান

-উন্নয়ন পরিকল্পনা পৌরসভা নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন

-পরিবেশ দুষণ রোধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ