অনলাইনে পানির সংযোগ আবেদন ও বিল পরিশোধের নিয়মাবলী:
প্রথমে আপনার স্মার্ট মোবাইল দিয়ে বিলের উপরের কিউ আর কোটি স্ক্যান করে অ্যাপসটি ইনস্টল করুন অথবা প্লে স্টোর Municipality Services System (DMSS) লিখেও করতে পারেন। আইডি হিসেবে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড হিসেবে Natore@0304 লিখে লগ ইন করুন। এর পর বিল ও রিসিপ্ট অপসনে গিয়ে আপনার পানির বিলটি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। অথবা সরাসরি ভিজিট করুন www. digitalpaurashava.gov.bd এই সাইটে একইভাবে আইডি অথবা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড Natore@0304 লিখে লগ ইন করুন।
অনলাইনে পানির সংযোগ আবেদন ও বিল পরিশোধের জন্য নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করুন:
http://www.digitalpaurashava.gov.bd/BizRunner/LoginPage.bzr?url=/Portal/Enterprise/DefaultPage.bzr
[বি:দ্র: অনলাইনে পানির বিল জমা দেওয়ার বিষয়ে যেকোন ধরনের সহযোগিতার জন্য
মোঃ রেজাউল ইসলাম: ০১৭১২-২৭৭৯৩৯,
এম এম শরিফুল ইসলাম: ০১৭১২-৬১৭৩৫৪,
মোঃ সালাহউদ্দিন: ০১৭১৭-০৮৮১১১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।